সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে জামায়াত ইসলামীর যুব ইউনিয়ন টিমের সম্মেলন অনুষ্ঠিত শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহ ৩ কেজি গাজা সহ এক মাদক কারবারী গ্রেফতার শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর ফলোআপ – যুবক হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন – ১জনকে আটক করেছে শ্রীমঙ্গল পুলিশ শ্যামনগরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শ্যামনগরে বিশ্ব খাদ্য দিবসে অচাষকৃত শাকের রান্না প্রতিযোগিতা কালিগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা   গণঅধিকার পরিষদ (জিওপি) মৌলভীবাজার জেলা’র ১ম কাউন্সিল সম্পন্ন কোডেকের বছরব্যাপী বসতবাড়ি ও মাঠ পর্যায়ে সবজি উৎপাদন এবং বৃক্ষরোপণ বিষয়ক প্রশিক্ষণ
সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজে ছাত্রলীগের নবীন বরণ

সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজে ছাত্রলীগের নবীন বরণ

 

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) কলেজ ছাত্রলীগের আয়োজন ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজ ছাত্রলীগের সভাপতি হাসিব আল ইফতি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জমান মনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সখিপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোল্যা সাবির আহম্মেদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান তন্ময়, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাসির তানভীর, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, কেবিএ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমির হোসেন মিঠু, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছানউল্লাহ কল্লোল, সাবেক দেবহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিটন পারভেজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ করতে হলে ভালো শিক্ষার্থী হতে হবে। শুধু রাজনীতি করব পড়ালেখা করব না সেটি হবে না। ছাত্রলীগের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে হবে। ভালো কাজ দেখে শিক্ষার্থীরা যাতে ছাত্রলীগে যোগদেয় সেই কাজ করতে হবে। কোন অসৎ বা খারাপ কাজের সাথে কোন ছাত্রলীগের নেতাকর্মীরা না জড়ায় সেই নির্দেশ দেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড