কয়রা (খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেক আটক করা হয়েছে । এ সময় তাদের নিকট থেকে অবৈধ কাকড়া সহ ১ টি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয়।
২৫শে ফেব্রুয়ারী ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশনের টেকেরখাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের মোশাররফ হোসেন মোড়ল, আনারুল ইসলাম ও কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন সরদার। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রেরন করা হয়েছে।
Leave a Reply