প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৩, ২:০০ পি.এম
সাংবাদিক পীযুষ বাউলিয়া পিন্টু কে সংবর্ধনা দেওয়া হয়েছে উপকুলীয় প্রেসক্লাবের পক্ষ থেকে
সাতক্ষীরা'র উপকূলীয় এলাকায় দীর্ঘদিন জলবায়ু পরিবর্তন, সুন্দরবন সংলগ্ন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের জীবন জীবিকা ও উন্নয়ন নিয়ে লেখুনির মাধ্যমে তুল ধরে আসছেন
এই অবস্থার মধ্য দিয়ে সম্প্রাতিক ভারতের কোলকাতায় অনুষ্ঠিত বই মেলায় প্রকাশিত হয় সাতক্ষীরা 'র সুন্দরবন সংলগ্ন ছোট্ট একটি গ্রামকে ঘিরে " জঙ্গলের মধ্যে একটি গ্রাম " নামের বই।
ঙ্গ
জনপ্রিয় অনলাইন পোটাল "উপকুলীয় বার্তার সহকারী বার্তা সম্পাদক ও উপকুলীয় প্রেসক্লাবের উপদেষ্টা ও সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত দৈনিক পত্রদূত পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি পীযূষ বাউলিয়া (পিন্টু) রচিত বইটি।
এই বইটি প্রকাশিত হওয়ায় (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সাতক্ষীরা'র উপকুলীয় প্রেসক্লাবের কার্যালয় সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টুকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের অফিসার ইনচার্জ শেখ হিলাল উদ্দীন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক আল হুদা মালী, সাংগঠনিক সম্পাদক সাহেব রেজা, কোষাধ্যক্ষ বিভাস মন্ডল, সদস্য শাহিনুর আলম, রবিউল ইসলাম, রাকিবুল ইসলাম রায়হান প্রমুখ।।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫