শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে একটি বাড়ি একটি খামারের আদলে একটি বাড়ি একটি শেল্টার দাবী করেছেন কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। ২২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০:০০ টায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় এই জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবী তুলে ধরা হয়।
উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, আরও উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ পারুল আক্তার, সদস্য জাহিদ সুমন, শাহআলম গাজী, ওমর আলী মোল্যা, ডলি রানী মন্ডল। উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট ফোরামের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। এ সময় লিডার্স এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, অ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য প্রমূখ।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে সংকট দিন দিন আরও বাড়ছে। এই সংকট কৃষি, পানি ও স্বাস্থ্য ক্ষেত্রে আরও ব্যাপক হারে বাড়ছে। দুর্যোগ ও লবণাক্তার কারনে অবকাঠামোগত ক্ষতি আগের চেয়ে দ্বিগুন বেড়েছে। ফলে উপকূলীয় এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। অবকাঠমোগত ঝুঁকিতে থাকা উপকূলের মানুষ বসতবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। ফলে দিন দিন বাড়ছে মাইগ্রেশনের সংখ্যা।”
বক্তারা আরও বলেন, “ উপকূলের অবকাঠমোগত সমস্যা সমাধানে সরকারের উচিৎ অবকাঠামোগত উন্নয়ন করা। এজন্য ফোরামের পক্ষ থেকে সরকারের একটি বাড়ি একটি খামারের আদলে একটি বাড়ি একটি শেল্টার নির্মানের দাবী করছি।”
Leave a Reply