কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন জাবা নদীর ছেড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস, হরিণ ধরার সরঞ্জাম সহ ১ টি নৌকা উদ্ধার করেছে বন বিভাগ।
জানা গেছে গতকাল ২২ ফেব্রুয়ারী সকাল ৬ টার দিকে বজবজা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সকল হরিণের মাংস সহ নৌকা উদ্ধার করা হয়। এ সময় বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.