নিজস্ব প্রতিনিধি:
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাব।
২১ ফেব্রুয়ারি'র প্রথম প্রহরে কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শেখ আব্দুল হামিদ ( দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি হাফিজুর রহমান (দৈনিক সাতনদী), শেখ সাদেকুর রহমান (দৈনিক হৃদয় বার্তা), সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ ( দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার), যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন ( কালের চিত্র ও দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী ( দৈনিক আলোকিত সকাল ও দৈনিক সাতঘরিয়া)
কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা ও পত্রদূত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম লাভলু (দৈনিক মানবজমিন), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদূত), সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন (দৈনিক সংবাদ), শফিকুল ইসলাম ( ডেইলী মর্ণিং অবজারভার) ও মোখলেসুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো), সাধারণ সদস্য আবুল কালাম আজাদ ( বাংলাদেশ সমাচার), শের আলী (সংবাদ প্রতিদিন) ও মাসুম বিল্লাহ (তৃতীয় মাত্রা)।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.