মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ
কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ অরুন দাস (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়ছে।
আটককৃত ওই আসামি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামের মৃত পঞ্চানন দাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক বুলবুল আহমেদ, আশিস কুমার ঘোষ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক আবু জাফরের নেত্রীত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ব্রজপাটুলি গ্রামের শাহজাহান কারিগরের বাড়ির পাশে ইটের রাস্তার উপর থেকে তার সঙ্গে থাকা ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply