মাসুদ পারভেজঃ
কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা ও ৩ বোতল বিয়ার উদ্ধারের ঘটনায় থানা মামলা দায়ের হলেও কোন মাদক কারবারিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।
উক্ত ঘটনায় থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ বাদী হয়ে মাদক কারবারি রবিউল ইসলামকে আসামি করে রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে মামলা নং- ১৩।
থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান সাংবাদিকদের জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষ ও সহকারী উপ পরিদর্শক আবু জাফর অভিযান চালিয়ে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের হাফিজুল ইসলাম এর বাড়ির পাস হতে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ১ কেজি গাঁজা ও তিন বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করে।
ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারি রবিউল ইসলাম পালিয়ে যায়। সে উপজেলার মহেশ্বরপুর গ্রামের রহিম গাজীর ছেলে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.