খুলনা প্রতিনিধ:খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর চন্দনী মহল এলাকায় প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর নির্মানে মাএ ২ মাসে ব্যাপক অগ্রগতি দেখা দিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রাথমিক পর্যায়ে ৬৩ টি ঘর নির্মান কাজে ব্যাপক অগ্রগতি গতবারের তুলনায় এবারে ঘর নির্মাণে দক্ষ টেকনিক্যাল লোক দ্বারা দেখভাল ও পর্যবেক্ষণ করায় কাজের গুণগতমান অত্যন্ত ভালো হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
এবিষয়ে আরো জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর , এই কাজের ব্যাপক ভূমিকা পালন করে আসছে খুলনা ৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদ এমপি এবং দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এর অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধানে এই ৬৩ টি ঘর নির্মাণ কাজ অত্যন্ত ভালো মানের হচ্ছে, তবে গত ২ মাস আগে কাজ শুরুর পর থেকেই দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এর অক্লান্ত প্রচেষ্টায় ও পিআইও আরিফুর রহমান এর সহযোগীতায় বিরতিহীন ভাবে উক্ত আশ্রয় প্রকল্পের কাজ চলছে।
এবিষয়ে সেনহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এর সাথে কথা বলে জানা যায় এই কাজের জন্য একজন দক্ষ টেকনিক্যাল বাবু রঞ্জিত কুমার কে দায়িত্ব দেওয়া হয়েছে,তারপরেও দেখা যায় প্রতিনিয়ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা পিআইও আরিফুর রহমান, ও সেনহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সবসময় কাজের তদারকি করছেন যার কারণে মাএ ২ মাসে নির্মানাধীন ৬৩ টি ঘরের প্রায়, ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে ঘরের চালে গুনগত মানের উন্নত কালার টিন, টেকসই পিলার, মজবুত গ্রেড ভিম,টেকসই দরজা, ও ইট, বালু সিমেন্ট সহ সবকিছুই যেন ১০০% গুণগত মান সম্পন্ন বর্তমানে ৮০ শতাংশ কাজের দিকে একটু লক্ষ্য করে দেখলে দেখা যায় কোন ভাস্কর্যের অপরুপ তৈরি ভাস্কর্য।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.