নিজস্ব প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা জামে মসজিদ ও মাদ্রাসার দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মসজিদের সভাপতি ও খুলনা সিটি মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব নিজস্ব অর্থায়নে মসজিদের দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সোনাডাঙা মসজিদের পেশ ইমাম মুফতি হাফেজ মাওলানা জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, মাওলানা আনছারউদ্দীন, মসজিদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, মসজিদের পেশ ইমাম আবদুস সাত্তার, বিশিষ্ট মাছ ব্যাবসায়ি আলহাজ্ব আনারুল ইসলাম, এস,ডি,এফ’র পরিচালক আশরাফুল ইসলাম, এম,জে,এফ’র পরিচালক আজহারুল ইসলাম। এছাড়া এলাকার মুসল্লীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি ইমাম মুফতি হাফেজ মাওলানা জাকির হোসেন।
Leave a Reply