মুন্সীগঞ্জ(শ্যামনগর) প্রতিনিধি।
কারিতাস খুলনা অঞ্চল, বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব, প্রকল্প কচুখালী রিসোর্ট সেন্টারের উদ্যোগে মুন্সিগঞ্জ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩ ফেব্রুয়ারি)২০২৩ সোমবার বেলা ১১ টায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সিগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান অসীম মৃধার সভাপতিত্বে, (UDW-CIMMS) প্রকল্পের মিস. নেল্লা সরকারের সঞ্চালনায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতসের কেন্দ্রীয় প্রতিনিধি, প্রজেক্ট কো-অডিনেটর-CIMMS প্রকল্পের মোঃ আলমগীর হোসেন, মি. আল বিননাথ, প্রজেক্ট অফিসার – CIMMS প্রকল্পের শ্যামনগর প্রতিনিধি ,মি. এন্ড্রিকো মন্ডল,( UDW) বুড়িগোয়ালিনী প্রতিনিধি সুজন সেন, রমজান নগর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য যাহারা । ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি অসীম মৃধা, চেয়ারম্যান মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। সদস্য, নিপা চক্রবর্তী, পলাশী রানী ,রেহানা বেগম, হরিদাস হালদার, মোঃ সিরাজুল ইসলাম , দেবাশীষ কুমার গায়েন , কাজল কান্তি সরদার, উৎপল কুমার জদ্দার, মোঃ জিয়াউর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ জলিল গাজী, মোঃ জাহাঙ্গীর হোসেন,সঞ্জয় কুমার মন্ডল, মোঃ মোস্তাফিজুর গাজী, প্রতিমা মিস্ত্রী, জগদীশ কুমার মন্ডল, পূজা রানী মন্ডল, তাপস কুমার মন্ডল, মোঃ আসাদুল ফারুক, ইমন কুমার বরকন্দাজ, শাহারূক গহর, মোঃ আব্দুল করিম,তাপস কুমার রপ্তান, রুহুল আমিন, মুজাহিদুল ইসলাম, আশুতোষ, গুনোধর বিশ্বাস,আবু ফরিদ, ইউনিয়নের অধিবাসী ও সাংবাদিক প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন।
Leave a Reply