শ্যামনগর প্রতিনিধিঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন ” শীর্ষক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন নবনির্মিত শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
শুক্রবার ১০ ফেব্রুয়ারি বেলা ১২ টায় শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এসে পৌঁছায় তিনি। এসময় সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্যামনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দীন, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী হাসিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মধু ট্রেডার্স এর প্রোপাইটার শফিকুল ইসলাম মধু প্রমুখ।
Leave a Reply