বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করেছে ১৩ বছরের এক কিশোরীকে। আহত কিশোরী উপজেলার জিউধরা গ্রামের কৃষক মো. মালেক শেখের মেয়ে ও সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকার প্রতিবেশী রহমান মৃধার ছেলে ঘের ব্যবসায়ি বাচ্চু মৃধা (৪৫) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কিশোরীর ওপর হামলা করে ।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কিশোরী বাড়িতে একা থাকায় রাত ২টার দিকে প্রতিবেশী ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা কৌশলে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণের চেষ্টাকরে। মেয়েটি ডাক চিৎকার ও বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বাচ্চু পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত জখমী মেয়েটিকে উদ্ধার করে আজ শুক্রবার ভোরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় । তবে ঘটনার পর থেকে ঘের ব্যবসায়ী বাচ্চু মৃধা পলাতক রয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ফাত্তাহ বলেন, আজ ভোরে ভর্তি হওয়া কিশোরী মেয়েটির ডান হাটুর নিচে ও ডান হাতের ৩টি আঙ্গুলে গুরুতর কাটাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। মেয়েটির সাথে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছেবলে মনে হচ্ছে। প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।প্রয়োজন হলে খুলনায় স্থানান্তর করা হবে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠিয়ে তার খোজ-খবর নেওয়া হচ্ছে। এখনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। তবে পুলিশের একাধিক দল এ বিষয়ে কাজ শুরু করেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.