খুলনা প্রতিনিধিঃ
খুলনার দৌলতপুর থানার ০৪ নং ওয়ার্ডের দেয়ানা পূর্ব পাড়া, চুনুর বটতলা এলাকার বসবাসরত মোঃ নূর মোহাম্মদ শেখের (৭১) পুত্র মানসিক প্রতিবন্ধী মোঃ জাহিদুল রহমান (৩৮)। সে গত ০৩/০২/২৩ ইং তারিখ রোজ শুক্রবার গলায় জলপাই রঙের তোয়ালে, গায়ে লাল রঙের জ্যাকেট, কোমরে গাড় ভাম্রবর্ণের লুঙ্গি, পায়ে গ্রে রঙের স্যান্ডেল পরা অবস্থায় কাউকে কিছু না বলে চলে যায়।
তারপর থেকে জাহিদুলকে আর কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। বাবাসহ পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে পাননি। পিতা-মাতা চোখের জলে বুক ভাসিয়ে ছেলে জাহিদুলকে খুঁজে বেড়াচ্ছেন। ইতিমধ্যে জাহিদুলকে খুঁজে পেতে দৌলতপুর থানায় গত ০৪/০২/২৩ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করেন, যার নাম্বার-১৭৪। তার চেহারাঃ শ্যামলা, ওজনঃ ৬৫ কেজি, চোখঃ ডান চোখ ছোট, দাঁতঃ সামনে ভাঙা, চুলঃ সাদা পাকা, গলাঃ সরু, শারীরিক অবস্থা ও পরনে জামা কাপড়ের বিবরণ দেখে যদি কোন হৃদয়বান ব্যক্তি প্রতিবন্ধী নিখোঁজ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নাম্বারে জানানোর অনুরোধ করা হলো: বাবা নূর মোহাম্মদ- ০১৬১১৯৭৮১৯৪,০১৯৪৮২০৬১০৬
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.