মোঃ আল-আমিন ( রানা)
বেদকাশী কয়রা প্রতিনিধিঃ
রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে কয়রায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখা উদ্যোগে মঙ্গলবার কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি মো. আব্দুল আলীম।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মিকদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যাক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ,কয়রা বাজার সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম,ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনূর, কয়রা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সোহাগ,প্রতিষ্ঠাতা সোহাগ বাবু, কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মো. সাব্বিরুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মো.নাইমুল হুদা রনি। এসময় আরো উপস্থিত ছিলেন আবু সাইদ, ফয়সাল করিম, তাহসিন জামিল, নাহিদ হাসান,তৌফিক হোসেন হৃদয়, মঞ্জুরুল হোসেন শাকিব, হাফেজ আলিফ, রাসেল রানা,সালমান হোসেন।
কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংক কপোতাক্ষ কলেজ শাখার সভাপতি মো.আব্দুল আলীম বলেন,বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।
ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।অনুষ্ঠানে বক্তব্যরা বিনামূল্যে রোগীদের রক্ত সংগ্রহ করে দেওয়ার জন্য কয়রা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের সদস্যদের ভূয়সী প্রসংশা করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.