কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির ছেড়া কালিরখাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে নৌকায় থাকা জেলেরা লাফ দিয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে গত শনিবার রাত ৮ টার দিকে খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও সঙ্গীয় স্টাফরা অভিযান চালিয়ে এই নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.