পদ্মপুকুর(শ্যামনগর) প্রতিনিধিঃ
শতশত মানুষের অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হলেন পদ্মপুকুর পাতাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক পাখিমারা দক্ষিণ পাড়া জামে মসজিদের সবেক পেশ ইমাম ও খতিব মৌঃ লুৎফর রহমান (৯৩)। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে৷ গতকাল ২৯ জানুয়ারি রবিবার সকাল ৮ টায় বার্ধক্য জনিত শারীরিক বিভিন্ন অসুস্থতায় সাতক্ষীরায় বাগান বাড়ি জামাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।কর্মজীবনে অত্যন্ত সৎ নিষ্ঠা বান, ধার্মিক, সদালাপী, দ্বীন ইসলামের দায়ি ইলালহ হিসাবে প্রতিবেশীদের কাছে খুবই প্রিয় ছিলেন তিনি। সংসার জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতেন তিনি। তার মৃত্যুতে পুত্র, কন্যা, জামাতা, নাতি নাতনি, পোতা- পোতনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সাতক্ষীরায় জোহর নামাজের পর প্রথম জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়িতে মাগরিব নামাজের পর পাখিমারা দক্ষিণ পাড়া জামে মসজিদের পেশ ইমাম মুহতারাম বিল্লাহর ইমামতিতে পাখিমারা ফেরিঘাট চত্তরে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, আলহাজ্ব মাওঃ আব্দুল বারী,
হাফেজ আব্দুর রহমান, নওয়াবেকী গাজী বাড়ি মসজিদের ইমাম মাওঃ ইয়াছিন আলী সহ বিভিন্ন শিক্ষক, হাফেজ, ছাত্র শিক্ষার্থী জনপ্রতিনিধি গণ্যমান্য কয়েকশ আলেমেদ্বীন মুসুল্লিয়ানে কেরাম জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য মরহুমের আহাল আত্মীয় স্বজন ঢাকা থেকে বাড়ি ফিরলে ইশার নামাজ পর তৃতীয় জানান নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.