নিজস্ব প্রতিবেদক ঃ
সুন্দরবনের পুষ্পকাটী অভয়ারণ্য এলাকা থেকে মঙ্গলবার রাতে বনবিভাগের বিশেষ টিমের সদস্যরা জাল,নৌকা সহ চার জেলেকে আটক করেছে বলে জানান বনবিভাগের সদস্যরা।
আটক কৃত জেলেরা হলো,শ্যামনগর উপজেলা
গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সাহিদুল,জালাল গাজী,নজরুলও রাজ্জাক।
আটক কৃত জেলেদের সুন্দরবনের পুষ্পকাটী বন টহল ফাঁড়ীর সদস্যদের কাছে হস্তান্তর করেছে। আটক কৃত জেলেদের সাতক্ষীরা রেঞ্জে নিয়ে আসবে বলে জানাগিয়েছে।
তবে বনবিভাগের উদ্ধার কৃত নৌকা আবু সালে কোম্পানির নেত্রীতে চলেন।
Leave a Reply