বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্নেলনে ব্যানার ফেস্টুসহ রং বে-রংয়ের সাজে যোগ দিচ্ছেন হাজার হাজার নেতাকর্মী।
২৫ জানুয়ারি বুধবার সকাল থেকে নেতা কর্মীরা দল বেধে ছুটছেন সম্মেলন স্হলে।
এ উপলক্ষে বাগেরহাট জেলা শহর সহ বর্নীল সাজে সাজানো হয়েছে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম মাঠ। আজ বিকেলে দুই পর্বের এ সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের এমপি মো. আমিরুল আলম মিলন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিনসহ যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.