মোঃ আল আমিন (রানা)
বেদকাশী (কয়রা) প্রতিনিধিঃ
খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি গাঁজাগাছ সহ আবারুল ইসলাম(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে।
বুধবার ভোররাতে উপজেলার বাগালী ইউনিয়নের আর্জুনপুর গ্রামের বিলের মধ্যে বাড়ীতে লাগানো গাছসহ তাকে আটক করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা (বিপিএম) বলেন,কয়রা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনটি গাঁজাগাছসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।।
এলাকাবাসী বলেন তাদের এই প্রচেষ্টায় সফল হওয়ায় খুব খুশি এবং আনন্দিত আর আগামীতে যেন এরকম কুকীর্তি আমাদের এলাকায় না হয় সে বিষয়টাও খেয়াল রাখার জন্য অনুরোধ করেছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.