রবিউল ইসলাম বুড়িগোয়ালিনী ( শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শেখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের অবৈধভাবে বাকস কল স্থাপন করে দীর্ঘ দিন স্থানীয় ঘের ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নিচে বাকস কল স্থাপন করে পার্শে খালী কয়েক শ একর জমিতে পানি বিক্রয় করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
বাকস কল স্থাপন করা ঐ স্থানের দক্ষিণ পাশে
মসজিদ সংলগ্ন কাঁচা সড়কটি পানিতে প্রায়
প্লাবিত এমন অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে জমির মালিক আলতাপ সরদার জানান, এই আব্দুর রহমান ভয়ভীতি দেখিয়ে আমার জমির উপর জোর পূর্বক দখল করে আসছে। আমার ফসলি জমি এই বাকস কলের কারনে ধ্বংস হচ্ছে। আমি কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় ইউ/পি সদস্য বলেন, আব্দুর রহমানের অত্যাচারে পানি বিক্রয় বন্ধ করলে এই এলাকায় প্রায় দুই হাজার লোক উপকৃত হবে।
আব্দুর রহমান হাজী যার জমির উপরে বাকস কল স্থাপন করে পানি বিক্রি করে আসছে, ঐ এলাকার আনোয়ার সরদারের ছেলে আলতাপ সরদার জমির মালিক , এই জমি নিয়ে কয়েকবার বিচার করেছি।
তবুও সে কাউকে পরাওয়া করে না।
ঐ বাকস কল স্থাপনকারী আব্দুর রহমান হাজীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি ২০০৫সালে পানি উন্নয়ন বোড হতে অনুমতি নিয়েছিলাম। সম্প্রাতিক সময়ে পানি উন্নয়ন বোর্ড নোটিশ করেছিলো, আমি ঐ নোটিশ পেয়ে হাইকোর্টে মামলা করেছি।
এ অবস্থায় আছি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এস ও মাসুদ রানা বলেন, আমরা বাকস কল স্থাপন কারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করেছি,তবে ঐ ঘের মালিকরা আমাদের নামে আদালতে রিট করেছেন।
Leave a Reply