দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা থানায় দায়ের করা নাশকতা মামলায় উপজেলা বিএনপি’র আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী সহ দশ নেতাকর্মী জেলহাজতে প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা আদালত। সোমবার সাতক্ষীরা জেলা আদালতে জামিনের আবেদন জানানো হলে বিজ্ঞ বিচারক দশ নেতাকর্মীকে কারগারে পাঠানোর নির্দেশ দেয়। এতে দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম আহবায়ক হাসান শরাফি, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, রাজিব হোসেন, আহছানউল্লাহ ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের ফরহাদ জিয়া আরো ২ জন কর্মী রয়েছেন।
এর আগে ওই মামলায় দেবহাটা উপজেলা বিএনপি’র ১০ নেতাকর্মী মহামান্য হাইকোর্টের জামিনে মুক্ত ছিলেন। হাইকোর্টের জামিন শেষ হওয়ায় সাতক্ষীরা নিম্ন আদলতে আত্নসমার্পন করে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে আদালত। একই সাথে ১০ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
Leave a Reply