গাবুরা( শ্যামনগর) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে থানা পুলিশের উদ্যেগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। (২১ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় ১৭৩ নং সোরা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল।
তিনি তাঁর বক্তব্যে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, শ্যামনগর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। ভয়ের কোন কারণ নেই। কোন জঙ্গিবাদ সন্ত্রাসের জায়গা শ্যামনগরে হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন আমি অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। আপনারাও পুলিশের সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই, এএসআইবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.