মোঃ আল আমিন (রানা)
কয়রা বেদকাশী প্রতিনিধি।
উনিশে জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৫:৩০মিনিটে পশ্চিম বনবিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবাকি টহল ফাঁড়ি প্রবেশ নিষিদ্ধ বক্সখালি খাল এলাকা থেকে মাছ ধরার অভিযোগে ৬ জেলেকে আটক করা হয়েছে।
২ নৌকাসহ তাদেরকে আটক করা হয় আটককৃত জেলেরা হল সোবাহান মাতুব্বার, আল আমিন মাতব্বর, রাহুল মাতব্বর,জাহিদুল ইসলাম গাজী, মাকসুদুল ইসলাম ও মাকসুদুল আলম সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন এ ব্যাপারে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছেl
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.