সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে ইউনিয়ন জামায়াতে আমীরের শপথ ও ইউনিয়ন টিম গঠন  কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে জবরদখলের অভিযোগ দেবহাটায় চিংড়িতে অপদ্রব্য পুশ যেনো ব্যাবসায়ীদের নেশায় পরিনত হয়েছে বন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি তে ড্রোন উড্ডয়ন, পরিচালনা প্রশিক্ষন গাঁজাসহ শ্যামনগরে শ্বাশুড়ি-বৌমা আটক নলতায় ৪ দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও ক্যাম্পাসের নাম বদল কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কালিগঞ্জে জামায়াতের ৯টি ইউনিয়নের জামায়াতের আমীরগনের শপথ অনুষ্ঠিত  সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান  কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা
বগুড়ার শেরপুরে আদিবাসী পরিষদের সদস্যরা  ইউএনও অফিস ঘেরা ও স্মারকলিপি প্রদান 

বগুড়ার শেরপুরে আদিবাসী পরিষদের সদস্যরা  ইউএনও অফিস ঘেরা ও স্মারকলিপি প্রদান 

শেরপুর প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল ও গোড়তা আদিবাসী পল্লীতে ভূমিদস্যু কর্তৃক বর্বর হামলা, হুমকি, পৈতৃক ও দখলকৃত জমি জবর-দখলের প্রতিবাদে এবং আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও শেষে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ।
গত ১৮ জানুয়ারী শেরপুর পৌর শিশু পার্ক থেকে আদিবাসীদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। সভাপতিত্ব করেন সংগঠনের শেরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন সিং।
জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-নওগাঁ জেলার সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, বগুড়া জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, দিনাজপুর জেলার আহ্বায়ক কিবরিয়া হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার সভাপতি সন্তোষ সিং, সাধারণ সম্পাদক স্বপন কর্নিদাস, কোষাধ্যক্ষ সন্তোষ চন্দ্র সিং, নাটোর জেলা শাখার সহ সভাপতি রঘুনাথ এক্কা, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, ভুক্তভোগী গীতা রানী সিং, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট-শেরপুর উপজেলা শাখার সভাপতি অনন্ত সূত্রধর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস (বাবু), দপ্তর সম্পাদক সুজন কুমার রাজভর, আদিবাসী পরিষদ নেতা গৌতম মাহাতো, বাবলু রবিদাস, শ্যামল কর্নিদাস, মালতী রবিদাস, হীরালাল সিং, আদিবাসী ছাত্র পরিষদ নেতা উত্তম সিং, সাগর সিং প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তাগণ আম্বইল ও গোড়তা আদিবাসী পল্লীতে ঘটে যাওয়া বর্বর নির্যাতনকারীদের বিচার ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আগামী ২৪ জানুয়ারি জানুয়ারি বগুড়ার সাতমাথায় বেলা ১১ টায় সমাবেশের ডাক দেন। একই সাথে প্রয়োজনে আগামীতে সারা দেশব্যাপী আদিবাসীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন পরিষদ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডিজাইন ও কারিগরি সহযোগীতায়- সুন্দরবন আইটি লিমিটেড