দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলামসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজুল ইসলাম (৩৮) দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহেরা গ্রামের নুরুল হাসান সরদারের ছেলে। বেনাপোল থানার সিআর ৮৭/২২ মামলার আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়া অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা থানার ৭(০১)২৩ মামলার আসামী দক্ষিন কুলিয়ার আফসার সরদারের ছেলে আব্দুল্যাহ সরদার (৪৫), দেবহাটা থানার জিআর ৯৩/১৩ মামলার আসামী বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার জিআর ১৯৫/২২ মামলার আসামী একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, দেবহাটা থানার সিআর ১৮১/২১ মামলার আসামী বালিয়াডাঙ্গার সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার এবং সাতক্ষীরা থানার সিআর ৪৪৮/২১ ও ৭৭৯/২০ মামলার আসামী মাঝ পারুলিয়ার মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে নূর মোহাম্মাদ।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।
Leave a Reply