শ্যামনগর প্রতিনিধি।
সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ঠিক সাড়ে তিনটায় সাতক্ষীরা কোরাইশ ফুড পার্কে কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের সাতক্ষীরা জেলা উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহিম ও কেন্দ্রীয় সদস্য হোসাইন আহমেদ তফছিরের মৃত্যুতে প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন সভায় সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রাশেদ হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সহসভাপতি হেদায়েতুল ইসলাম, হাসান মাসুদ পলাশ, জোসনা দত্ত, সুকুমার দাশ বাচ্চু ও আলী হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সজীব, সাংগঠনিক সম্পাদক আশেক মেহেদী, অর্থ সম্পাদক মির্জা সুলতানা, কৃষি ও শ্রম সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি, শিল্প ও সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, গণমাধ্যম সম্পাদক আহসানুর রহমান রাজিব, দপ্তর সম্পাদক সিকান্দার আবু জাফর, সদস্য আমিনা বিলকিস ময়না, গোলাম সরোয়ার, দীপক শেঠ, আরিফুজ্জামান খান চৌধুরী মিল্টন, মিলন কুমার বিশ্বাস রুদ্র, আবু রায়হান প্রমূখ।
সভা থেকে প্রয়াত উপদেষ্টা আনিসুর রহিমের স্মরণে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শোক সভা সফল করতে সবাইকে সক্রিয় সহযোগিতার জন্য আহবান জানানো হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরো জোরদার, প্রশিক্ষণ, উপজেলা পর্যায়ের সম্মেলন, প্রকাশনা ও পিকনিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.