মোঃ বনি আমিন,(রাঙ্গাবালী)
পটুয়াখালীঃ
গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চর শিবা ০৬ ওয়ার্ডের বাবুল ফকিরের মেয়ে স্বপ্না(১২) গত কাল ১৪-০১-২৩ রোজ শনিবার বিকালে বাড়ির থেকে কিছুটা দুরে কলই শাক তুলতে যায় তার চাচাতো দাদি আয়শা বিবির সাথে, এক পর্যায়ে আয়শা বিবির শাক তোলা শেষ হলে তিনি বাড়িতে চলে যায়,স্বপ্না শাক তুলতে থাকে। তার পাশে তরমুজ চারায় ওষুধ দিতে ছিলো আসামী রেজাউল , এক পর্যায়ে রেজাউলের মনে খারাপ চিন্তা আসে এবং সে স্বপ্নার কাছে যায়। স্বপ্নাকে সে কুপ্রস্তাব দেয় স্বপ্না তার প্রস্তাবে রাজি না হওয়ায় তার সাথে জোর জবরদস্তি শুরু করে।কলই খেতে তার ধস্তাধস্তির আলামাত পাওয়া যায় এবং স্বপ্নার জামার কিছুটা ছিরা অংশ পাওয়া যায়। তার পরে তাকে কলই খেতে বসে ধ*র্ষ*ণ করে, এবং ধ*র্ষ*ণের কথা গোপন রাখতে রেজাউল স্বপ্না কে হত্যা করে,তার লাশ লুকিয়ে রাখে। আসামি রেজাউল কে সকালে গ্রেফতার করলে সে পালিয়ে যায়। পরে তাকে খুঁজতে চার দিকে ছড়িয়ে পরে চর শিবা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা। তারা আসামী কে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে এবং তারা প্রায় ১২ ঘন্টা পরে সফল হয়। হত্যার আসামীকে পাশের ইউনিয়ন চর বিশ্বাস এর ৮নং ওয়ার্ডের চর বাংলা থেকে গ্রেফতার করে চর শিবা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা।
চর শিবা পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য সাংবাদিকদের জানায় তারা এখন আসামি কে নিয়ে লাশ উদ্ধার করতে যাবে।
লাশ উদ্ধার করে পটুয়াখালী তে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এবং আসামীকে চালান করে দেয়া হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.