কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট আলহাজ্ব এম মনসুর আলী ও তাঁর সহধর্মিণী বেগম রোকেয়া মনসুর এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারী) বেলা ১২ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, নজরুল ইসলাম, তৌহিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শেখ ওহিদুর রহমান ছোটসহ কলেজের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.