ডেস্ক রিপোর্টঃ
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নাগরিক ৩ জন পুরুষ ও ২ জন মহিলাকে যশোরের বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ইং ১১/১/২৩ তাং বুধবার বিকালে তাদেরকে হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশী পাচারকৃতরা হলো মোঃ আজিম ভুইয়া (৩৪), জেলা-নরসিংন্দি (২) আহমেদ আল ফাহাদ (২৫), জেলাঃ ময়মনসিংহ (৩) মোঃ টুটুল (৩০), জেলাঃ গোপালগঞ্জ (৪) মোঃ মুনিয়া খাতুন (২৮) জেলাঃ যশোর (৫) মোঃ মুস্সাদ মমতা (৫৬), জেলাঃ রাজবাড়ী।
তারা যশোর,হিলি,আগরতলা,মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের ১,২,৩ নং কে বীরপুর কারাগারে ২০১২ সাল হতে,পাটনা কারাগার ২০১৫ সাল হতে ও শ্রীবাস মন্ডল কারাগার ২০১৬ সাল হতে এবং ৪,৫ নং করোনা বস্তি পাঠাননগর, চকোরিয়া,নাগপুর এ সেভ হোম শেষে আজ ১১ জানুয়ারী ২০২৩ তারিখ বিকালে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।
ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন পাচার হওয়া বাংলাদেশী ৫ জন কে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.