মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ১২নং পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামের সীমান্তবর্তী এলাকায় বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন এর নেতৃত্বে দরিদ্র জনসাধারনের মধ্যে কম্বল বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
কম্বল বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহেদ আহমেদ, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, মেডিকেল অফিসার ডাঃ ফুয়াদ কবির, ওয়াহেদপুর বিওপির বিজিবি সদস্য এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বুধবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি জানায় সীমান্তবর্তী এলাকায় দরিদ্র জনসাধারণের মাঝে ৫০০টি কম্বল বিতরণ এবং বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুসহ ৩০০ জন গরীব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের মাঝে কম্বল বিতরণ এবং স্বাস্থ্য সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড বজায় রাখবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.