মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন পরিষদের আয়োজনে চিংড়ি চাষীদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান অসীম মৃধা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ সময় ইউপি চেয়ারম্যান সিংহরতলি, চুনকুড়ি, হরিনগর, জেলেখালি, দক্ষিণ কদমতলা, কুলতলী, মথুরাপুর, গ্রামের চিংড়ি চাষীদের উদ্দেশ্যে বলেন যেসব জায়গায় মিষ্টি পানি আছে সেই সব জায়গায় ক্রমান্বয়ে ধান চাষ করুন। আর যারা চিংড়ি চাষ করতে ইচ্ছুক তারা চিংড়ি করেন কিন্তু ধান চাষ যেসব চাষিরা করেছে তাদের যেন লবণ পানিতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সরকারি রাস্তাঘাট লবণ পানি পানি লেগে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন ।তিনি আরো বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারা আমার শত্রু না আপনারা যদি বেশির ভাগ মানুষ চিংড়ি চাষ করেন আমি তারই পক্ষে।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা সুশীল সমাজ। এছাড়াও ইউনিয়নের ৫ শতাধিক চিংড়ি চাষীরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.