নিজস্ব প্রতিবেদকঃ
০৮ জানুয়ারি ২০২৩ রবিবার দুপুর ২ টায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে চাষযোগ্য জমি দখলকে কেন্দ্র করে। আদিবাসী পল্লীতে আদিবাসীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে ঐ এলাকার কিছু উগ্রপন্থি, ভূমিদস্যু, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী। হামলায় সুশীল সিং, রিপন কুমার, সুজন সিং, মিনা রাণী সিং, সুখী রানী, টিকলা সিং সহ মোট ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ও শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের সাথে সাক্ষাৎ করতে গেলে সেখানে তার উপর পুণরায় হামলা চালানো হয়েছে এবং তার সাথে থাকা জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকা-পয়সা ছিনিয়ে নেয়া হয়েছে।
আহতরা বলেন, গত ডিসেম্বর মাস থেকে শেরপুর ইউনিয়নের আম্বইল, গোঁড়তা, কেশবপুর, মরাদীঘি ও জয়নগর গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে আদিবাসীদের উপর অত্যাচার, নির্যাতন ও বাড়িঘরে হামলা চালানো হচ্ছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.