দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খাতনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পে রুগি দেখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডাঃ পরিতোষ কুমারর ঘোষ। এছাড়া আরো রুগী দেখেন ডাঃ দিবাকর মুখার্জি, ডাঃ আমিনুর রহমান, ডাঃ শেখ কামরুল হাসান, ডাঃ মিকাইল হোসেন। ক্যাম্পের উপদ্বোধন কালে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগন্নাথপুর আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক কাওসার আলী। দিনব্যাপী এ ক্যাম্পে অসংখ্য নারী-পুরুষ চিকিৎসা গ্রহন করেন। এছাড়া বিভিন্ন এলাকার ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নতে খাতনা দেওয়া হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.