মনির বাবু: নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অন্তর্গত দ্বীপ ইউনিয়ন গাবুরার গাবুরা ও পার্শ্বেমারী নামক খেয়াঘাটের বেহালদশা ও পারাপারে চরম ভোগান্তি। সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, খেয়াঘাটে ভালো ঘাট না থাকায় নৌকা বা ট্রলারে উঠতে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে পারাপাররত যাত্রীদের। নদীতে ভাটা লাগলেই বিপাকে পড়তে হয় সকলকে। কাদা পানি ঠেলে উঠতে হয় নৌকা বা ট্রলারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় শিশু, বৃদ্ধ, মহিলা ও অসুস্থ্য ব্যক্তিদের।
জানা যায়, গাবুরার ২.৩ ও ৫ নং ওয়ার্ডের অধিকাংশ মানুষ এই দুইটি খেয়াঘাট দিয়ে যাতায়াত করেন। বেশি যাতায়াত করেন ছাত্র/ছাত্রী ও ব্যবসায়ীরা। পারাপার নিয়ে তাদের সমস্যার শেষ নেই।
স্থানীয় দিদারুল ও রিয়াসাদ প্রতিবেদককে জানান, ঝড়-বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ঘাটের পাড়ের মাটি ধুয়ে নদীতে চলে যাচ্ছে সেকারণে পাড় ছাড়া ঘাটের দূরত্ব বেড়েগেছে, ভাটার সময় নৌকা বা ট্রলারে উঠা নামা করতে গেলে কাদায় নামতে হয়। নামমাত্র ঘাট থাকলেও সেটা ব্যবহার করা অসম্ভব হয়েগেছে, ভাটার সময় অসুস্থ্য ব্যক্তি ও বৃদ্ধ-বৃদ্ধারা তো নৌকা বা ট্রলারে উঠতেই পারেনা, ছাত্র/ছাত্রীদের স্কুলে যেতে ভিজেপুড়ে উঠতে হয়, ব্যবসায়ীরা মালামাল নিয়ে যেতে গেলেও একই অবস্থা। আমাদের এলাকাবাসীর দাবি খেয়াঘাটটি দ্রুত সংস্কার করা হোক যেন আমরা নিরাপদে নদী পারাপার করতে পারি।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.