নিজস্ব প্রতিনিধিঃ
৪ জানুয়ারি ২০২৩ বুধবার, সকাল ১০টায় সূর্যোদয় মাইট প্যারাডাইস প্রি- ক্যাডেট স্কুল চত্বরে, গাবুরা দারুস্ সুন্নাত দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী সুপার হযরত মাওলানা আবু হানিফা মোহাম্মদ ত্বহার সভাপতিত্বে এবং মাইট প্যারাডাইস প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল জি এম দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় বার্ষিক শিক্ষা সমাপনী ও পুরস্কার মেলা এবং শিশু শিক্ষা ও আগামীর সম্ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য জি এম ইমাম হাসান,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, প্রতিটি বিদ্যালয় যেনো তাদের পরিবারে পরিনত হয়ে সুন্দর।
শিক্ষাবান্দব পরিবেশের মাধ্যমে তারা আগামীর লক্ষ্য পৌঁছাতে পারে সেই ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইয়াসমিনুর রহমান লিংকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি এম মামুনুল হাসান শামীম, ধর্মীয় শিক্ষক মাওলানা রুবাইয়া মোস্তফা মোহাম্মদ সিরাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক জি এম কামরুল ইসলাম, ক্রীড়া সংগঠক জি এম শাহিনুর রহমান শাহিন, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.