নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরা শ্যামনগরে বুড়িগোয়ালিনী উপকূলীয় প্রেসক্লাবের কার্যকরী সদস্য, ও দৈনিক কালের চিত্র পত্রিকার উপকূল অঞ্চল প্রতিনিধি মোঃ শাহিদুজ্জামান(লিয়ন) ৩৩তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে তার জন্মদিন পালন করা হয়।
এ সময় উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি, ও অনলাইন দৈনিক উপকূল বার্তার সম্পাদক আব্দুল হালিম, সহ উপকূলীয় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃশাহিদুজ্জামান(লিয়ন) প্রেসক্লাবের উদ্যোগে তার জন্মদিন পালনের আয়োজন করায় কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামীদিনে উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার দায়িত্ব পালন করে আগামীদিন গুলোতে এই সাংবাদিকতা পেশায় যাতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এ ছাড়াও তিনি উপকূলীয় প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদানসহ সার্বিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আব্দুল হালিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলেন জাতির মিরর (আয়না)। যার মাধ্যমে সমস্ত জাতির ভালো-মন্দ সবাই জানতে পারেন। সিদ্ধান্ত নিতে পারেন। ভালো কাজ সব সময় প্রশংসিত হবে। মন্দ কাজকে আমরা কেউ প্রশ্রয় দিবো না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের সঠিক দিকনির্দেশনা দিয়ে সততার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে সাংবাদিকদের। তিনিও সাংবাদিকতা পেশার মান উন্নয়নে এবং উপকূলীয় প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
Leave a Reply