সুনামগঞ্জ প্রতিনিধি:
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের উদ্দ্যোগে সুনামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা জগৎজ্যোতি পাঠাগারের হল রুমে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন জেলার সভাপতি জাহাঙ্গীর চৌধুরী রিফাতের সভাপতিত্বে ও সহ-সভাপতি ওমর ফারুক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক সাইদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক সাজিদুল হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ন্যাশনাল পিপলস পার্টির সাধারন সম্পাদক মো: আজিজুল হক প্রমুখ।
রচনা প্রতিযোগীতায় জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.