উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঝাঁপালি গ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
সোমবার(২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিকে খোলপেটুয়া নদীর খেয়াঘাট এলাকায় থেকে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। ঐ ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও সাদা গেঞ্জি ধারনা করা হচ্ছে তার বয়স ৬০ বছরের কাছাকাছি ।
স্থানীয়দের বরাতে জানাযায় নদীতে ভাটার কারণে লাশটি ভেসে উঠে পানি কম থাকায় খেয়াঘাটে আটকে যায়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, লাশ উদ্ধার করে পুলিশ থানা হেপাজাতে নেওয়া হয়েছে। তার এখনো নাম পরিচয় মেলেনি। নাম পরিচয় সহ ভেসে আসার কারণ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply