মোহাঃ ফরহাদ হোসেন কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ হালিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার নিকট থেকে ৮ শত ৭০ গ্রাম গাজা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের মোঃ হামিদ গাজীর ছেলে।
আটক হালিম ও জব্দকৃত গাঁজা কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
কয়রা থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম আলী বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার থেকে এক গাঁজা ব্যাবসায়ীকে আটক করে কয়রা থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ১০।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.