উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার চালতেঘাটা আহছানিয়া মিশন এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কার গাজী(৬৮) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। রোববার বেলা একটার দিকে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি দুর্ঘটনার শিকার হন। এসময় পথচারীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়। আবু বক্কার গাজী উপজেলার ভুরুলিয়া কাশিমপুর এলাকার মৃত করিম বকস গাজীর ছেলে।
আহতের মেয়ে সাবিনা জানায় ভ্যান চালিয়ে বাড়িতে ফেরার পথে দ্রতগতির মটর সাইকেলের সাথে সংঘর্ষে আবু বক্কার গাজী আহত হয়। মাথা ও মুখ-মন্ডল কেটে ব্যাপক রক্তক্ষরনের কারনে চিকিৎসকের পরামর্শে তাকে রক্ত দেয়া হচ্ছে। তিনি আরো জানান দুর্ঘটনার পর মটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা তাদেরকে জানিয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.