উৎপল মণ্ডল,শ্যামনগর।
পিতা-মাতার উপর অভিমান করে কৌশিক মন্ডল(১৫) নামের এক কিশোর কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাঠালবাড়িয়া এ জে মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া কৌশিক একই গ্রামের উত্তম মন্ডলের ছেলে।
কৌশিকের ভাই উৎপুল জানায় হাত খরচের টাকা চাওয়ায় কৌশিককে তার বাবা ও মা রোববার সকালে গালমন্দ করে। ঐ ঘটনার জেরে ঘরে থাকা ধানে ব্যবহারের কীটনাশক পান করে সে। খবর পেয়ে পরিবারের সদস্যরা কৌশিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.