দেবহাটা প্রতিনিধি:
দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন (পাইলট হাইস্কুল) এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে দিনব্যাপী নানা অয়োজনের মধ্যে দিয়ে পুনঃমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুনঃমিলনীর ক্রীড়া, প্রীতিভোজ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ফারুক মাহবুব রহমানের সভাপতিত্বেব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মহন মোহন পাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মোঃ আনোয়ারুল হক।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী যথাক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকবর আলী, বীরমুক্তিযোদ্ধা সাবুর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশীদ, প্রভাষক জাফর ইকবাল, ইউপি সদস্য আব্দুর হাই, আবুল কালাম, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ, শিক্ষক জিয়াউর রহমান, পুলিশ কর্মকর্তা আবুল কালাম, আইনজীবি শাখওয়াত হোসেন, শিক্ষক মুজিরর রহমান, তাপস বিশ্বাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে পুনঃমিলনী অনুষ্ঠান এক মিলন মেলায় রূপ নেয়। পরে গোলক নিক্ষেপ, হাড়িভাঙ্গা, চেয়ারসিটিং সহ বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.