মাসুদ পারভেজঃ
কালিগঞ্জে বেসরকারি সংস্থা ডিআরআরএ এর আয়োজনে দিন ব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৩ ডিসেম্বর) লিলিয়ানা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় এবং ডিআরআরএ কর্তৃক বাস্তবায়িত “কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট (সিবিআইডি)” প্রকল্পের আওতায় কুশুলিয়া এবং মথুরেশপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সকাল ১০টা এবং বিকাল ৩টায় দিন ব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উভয় ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন, অন্যান্য প্রতিবন্ধী শিশুর চেয়ে বুদ্ধি এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের ব্যবস্থাপনা তুলনামূলক জটিল বিষয়, আর এর উপর আজকের এই ক্যাম্প অভিভাবকদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।
তিনি ডিআরআরএ কে এই যুগ উপযোগী পদক্ষেপ গ্রহন কারার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি তিন মাস পর পর এই ক্যাম্প করার পরামর্শ প্রদান করেন। এছাড়া ডিআরআরএ সরকারের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যে সকল কার্যক্রম বাস্তবায়ন করছে তার প্রশাসা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। দিন ব্যাপী এ ক্যাম্পে প্রতিবন্ধী শিশুদের পরামর্শ প্রদান করেন সাইকিয়াট্রি (মানসিক রোগ) বিশেষজ্ঞ নওরিন শোহানী।
সমগ্র ক্যাম্পটি সঞ্চলা করেন সিবিআইডি প্রকল্পের, সিবিআর কো-অর্ডিনেটর অসিত দেবনাথ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিআরও টনি বিশ্বাস, মৃত্যুঞ্জয় ঘোষ, রনজিত ঘোষ, আবুহেলাল প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.