স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সংবর্ধনা অলোচনা সভায় বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব সরকার, সদস্য প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল, প্রধান শিক্ষক একেএম মাহবুর রহমান, অবসর প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোশারফ হোসেন ডাকুয়া, হাবিবুর রহমান আকন্দ, শাহজাহান মিঞা প্রমূখ। পরে অবসর প্রধান শিক্ষকগণকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। অবসর ১৬ জন প্রধান শিক্ষকগণের মধ্যে দুইজনকে মরোণত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। যাদেরকে অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান আকন্দ, মোজাম্মেল হক, ইউনুছ আলী প্রামানিক, জাহির উদ্দি মিঞা, আব্দুস ছালাম মিয়া, মুহাম্মদ মুজাম্মেল হক, ছাইদুর রহমান মন্ডল, রফিকুল ইসলাম সরকার, মোশারফ হোসেন ডাকুয়া, মকবুল হোসেন, আব্দুর রশীদ প্রামানিক, শাহজাহান মিঞা, নুরুল ইসলাম সরকার, ফজলুল হক সরকার।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.