মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ গাজীপুরের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট ঢাকার সহযোগিতায় কয়রায় সামুদ্রিক শৈবাল চাষের উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষনে কয়রা ও শ্যামনগর উপজেলার ৬০ জন কৃষক কৃষানী অংশ গ্রহণ করেন। সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরেজমিনে গবেষণা বিভাগ বারি গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাজারুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা বিভাগ বারি গাজীপুরের এস এস ও ড.ফারুক হোসেন, ড. মোঃ কামরুল ইসলাম,ড. শাহাদাত হোসেন ও ড. অপুর্ব চাকী। প্রশিক্ষনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজারের এস এস ও ড. মোঃ শরফুদ্দীন ভুইয়া ও খুলনার এস এস ও ড. মাশফিকুর রহমান। এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, শাহাজাহান সিরাজ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মফিজুল ইসলাম মুন্না, খোকন ঢালী, বাসন্তী মুন্ডা প্রমুখ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.