গাবুরা(শ্যামনগর) প্রতিধিনিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণের আয়োজনে মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় বিড়ালাক্ষী মহিলা মাদ্রাসায় এডুকো বাংলাদেশের সহযোগিতায় জিটুপি প্রকল্পের জলবায়ু পরিবর্তন এবং সম্ভাব্য সমাধানের উপর মুক্ত আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিড়ালক্ষী মহিলা মাদ্রাসার সুপার মোঃ ইকবাল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি নওয়াবেকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসদুজামান মিঠু। আরো উপস্থিত ছিলেন উত্তরণ প্রোজেক্ট অফিসার মোঃ আফজাল হোসেন, সাংবাদিক আনিছুর রহমান মিলন, জামাল বাদশা সহ উত্তরণের কর্মকতা বৃন্দ ও এলাকার যুব সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.