পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ।।
পাটকেলঘাটায় মানবিক পাটকেলঘাটার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় মানবিক পাটকেলঘাটার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে পাটকেলঘাটা বনিক সমিতির অফিসে এ আলোচনা সভা ও কেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক পাটকেলঘাটার সামাজিক সংগঠনের সভাপতি গৌতম কর্মকারের সভাতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান হোসেন শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলার পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মীর শাহিন হোসেন, বাবু হারান পাল, বাবু রুপায়ন হাজরা প্রমুখ।এছাড়া মানবিক পাটকেলঘাটা সামাজিক সংগঠন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে গরীব ও অসহায় পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।আলোচনা সভা শেষে কেক কেটে এ সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।
Leave a Reply