মীর খায়রুল আলম: ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৭ই জানুয়ারি নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এ উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৭ই জানুয়ারি শনিবার আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়কারী, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম জানান, গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বলে মনে করি। এখানে লক্ষাধীক মানুষের অংশ গ্রহন থাকবে বলে আশা করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে দাওয়াতের কাজ সম্পন্ন করা হয়েছে। স্মরণকালের শ্রেষ্ট সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার দরকার সেজন্য লিফলেট, পোস্টার, ব্যানার প্রস্তুত হচ্ছে। সকলের সহযোগীতায় একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হবে। যেহেতু বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে সে জন্য সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথা রেখে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের সহযোগীতা দরকার। আমরা সংশ্লিষ্টদের সাথে বসে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করব।
তিনি আরো জানান, উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মাননীয় কৃষি মন্ত্রী, ড. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার উন্নয়নের রুপকার, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুর হক এমপি।
এদিকে, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। সে সাথে কাজের ব্যস্থতা বাড়তে শুরু করেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.