মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বর হরিদাস সরদারের ওপর সন্ত্রাসী হামলায় ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও একাধিক মামলার আসামি আকবর আলি পাড়।
হামলার ঘটনাটি ঘটে গত রবিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে উত্তর কদমতলা গ্রামের গ্যারেজ বাজারের জাহাঙ্গীরের মোদির দোকানের সামনে। এজেহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের মোদির দোকানের সামনে হরিদাস হালদার এলাকার কয়েকজনের সাথে কথা বলছিলেন, হঠাৎ করে পিছন দিক থেকে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা করেন তার নির্বাচনী এলাকায় হেরে যাওয়া সাবেক মেম্বার আকবর আলী পাড় ও তার দলবল । হামলায় তাকে বেধড়ক মারপিট সহ তার মাথা ফাটিয়ে দেয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আংটি সহ কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।
মারাত্মক জখম অবস্থায় স্থানীয় লোকজন মেম্বার হরিদাস কে শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তার মাথায় সেলাই সহ চিকিৎসা সেবা প্রদান করেন। বর্তমানে তিনি শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.